13600

04/21/2025 তারাবিহ পর বাড়ি ফিরেই ইমাম নিখোঁজ

তারাবিহ পর বাড়ি ফিরেই ইমাম নিখোঁজ

ডেস্ক নিউজ

৩১ মার্চ ২০২৩ ২৩:২৭

রাজশাহীর তানোরে বুধবার তারাবিহর নামাজ পড়িয়ে রাত ১০টার দিকে বাড়ি আসেন ইমাম তারেক আহম্মেদ। এর ১৫ মিনিট পর মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান। এ ঘটনার আধঘণ্টা পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার সাতপুকুর গ্রামে। বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তানোর থানায় একটি জিডি করেছেন তার পিতা এমরান আলী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারেক আহম্মেদ নিজ গ্রামের মসজিদে তারাবিহর নামাজে ইমামতি করেন এবং জুমার নামাজ পড়ান পার্শ্ববর্তী নাচোল উপজেলার হাফানিয়া-দোগাছা জামে মসজিদে। এছাড়াও গ্রামে একটি এসসিএস দারুস সুন্নাহ একাডেমি প্রধানের দায়িত্বে রয়েছেন।

নিখোঁজ তারেকের পিতা এমরান আলী জানান, তার ছেলে রাতে নামাজ শেষে বাড়ি এসেছিল। তার শরীরের পাঞ্জাবি খুলে কেবল মাত্র বসেছে। এমন সময় ফোনে কথা বলতে বলতে গেঞ্জি পরে বাড়ির বাইরে বের হয়। এরপর আর ফেরেনি। ফোনও বন্ধ পাওয়া যায়। রাতে সব আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ নেওয়া হয়েছে। কোথাও তাকে পাওয়া যায়নি।

৯৯৯ নাম্বারে কল করা হয়েছে। গোদাগাড়ী ও তানোর থানায় খোঁজ নেওয়া হয়। কেউ বলতে পারেননি। অবশেষে তার সন্ধান পেতে বৃহস্পতিবার দুপুরে তানোর থানায় একটি জিডি করেছেন তার পিতা এমরান আলী।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ইমাম তারেক আহম্মেদ নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সূত্র : যুগান্তর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]