04/21/2025 বিএনপির আহ্বায়কসহ ৮ জনের নামে মামলা
ডেস্ক নিউজ
৩ এপ্রিল ২০২৩ ০৩:২০
রাজশাহীতে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ আটজন নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। এ মামলায় গ্রেফতার সাতজনকে রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে পুলিশের কাজে বাধা, জনদুর্ভোগ সৃষ্টি এবং নাশকতার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গত শনিবার রাতে মামলা করা হয়। মামলার আসামিরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন, চারঘাট লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, চারঘাট শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক, বাঘার সাবেক ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান বিপুল, যুবদলের নেতা বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন, একই উপজেলার রামরামা গ্রামের মনির মণ্ডল এবং গোদাগাড়ী উপজেলার ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম। তাদের মধ্যে সাতজনকে শনিবার বিকালে গ্রেফতার করে পুলিশ। তবে বাঘা উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল এ মামলায় পলাতক রয়েছেন।
জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, শনিবার কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সাগরপাড়া থেকে গণকপাড়া পর্যন্ত আসে। এ সময় পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ তাদের সাত নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।