04/19/2025 নগর জামায়াত আমির কেরামত আলী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল ২০২৩ ২২:৩০
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলীকে আটক করেছে মহানগর পুলিশ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর হেতেমখাঁ পানির ট্যাংকি এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ড. কেরামত আলীকে আটক করে। সূত্র জানান, সম্প্রতি ড. কেরামত আলী সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্নস্থানে গোপন বৈঠক করেন। নাশকতারও পরিকল্পনা আছে তার বিরুদ্ধে। বেশ কিছুদিন থেকে তিনি পুলিশের নজরদারিত্বে ছিলেন। রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা কেরামত আলীর নামে কয়েকটি মামলা চলমান রয়েছে। সেই মামলায় তাকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নেয়া হবে।