13719

03/15/2025 রাবি ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেফতার, আদালতে সোপর্দ

রাবি ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেফতার, আদালতে সোপর্দ

রাবি প্রতিনিধি:

১৪ এপ্রিল ২০২৩ ০০:৩৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হারুনুর রশিদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগরীর মতিহার থানা পুলিশ।

বুধবার রাতে নগরীর অক্ট্রয় মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন এসআই মোস্তফা ও সঙ্গীয় ফোর্স।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

গ্রেফতার হওয়া মো. হারুনুর রশিদ নগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারীর শহীদ মিনার এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

এস.আই. মোস্তফা জানান, গ্রেফতার হারুনুর রশিদ “অপরাধ অনুসন্ধান” নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছে। তবে সে পরিচয়পত্র দেখাতে পারেনি।

ওসি হাফিজুর রহমান জানান, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পথে রাবি’র এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হারুনুর রশিদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যপারে তার বিরুদ্ধে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]