1372

04/04/2025 মেহেরপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারল স্বামী

মেহেরপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারল স্বামী

রাজটাইমস ডেস্ক

১৬ অক্টোবর ২০২০ ১৭:৩৮

মেহেরপুরে গৃহবধূকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। এমনই অভিযোগ উঠেছে মৃতের স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে জেলা সদরের শিশিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে মৃত গৃহবধূর নাম জানা যায় নি। তার লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গৃহবধূর ভাই জব্বার আলী অভিযোগ করে জানান, তার বোনকে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে তার ভগ্নিপতি।

বিভৎস এই ঘটনার বিষয়ে জানতে চাইলে মেহেরপুর সদর থানার ওসি দারা শাহ বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]