03/15/2025 রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম
রাবি প্রতিনিধি:
১৪ এপ্রিল ২০২৩ ০০:৪৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা এম. তারেক নূরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। ইতিপূর্বে তিনি রাবির মতিহার হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচিত সদস্যও হিসেবে রয়েছেন।
এসময় তিনি বলেন, ' আমাদের এই দপ্তরটা যেহেতু শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত সেহেতু আমরা চেষ্টা করে যাবো শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগিতা করতে। তাদের প্রয়োজনগুলো পূরণ করতে।'
প্রসঙ্গত, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এই নিয়োগ প্রদান করেন।