11/04/2025 রাসিক নির্বাচনে নৌকার মাঝি লিটন
        
      নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৩ ২১:০৬
      রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে এটি নিশ্চিত করা হয়েছে। দলের একাধিক সূত্র এটি নিশ্চিত করে।
রাজশাহী মহনাগর আওয়ামী লীগের সহসভাপতি নওসের আলী বলেন, বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে আবারো রাসিক নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সন্ধ্যার মধ্যে এটি ঘোষণা দেওয়া হবে কেন্দ্র থেকে। উল্লেখ্য, আগামী ২১ জুন ২০২৩ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।