04/21/2025 চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দু’ভাই গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৩ ২১:১৪
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ি তল্লাশি করে বাসার ভিতর থেকে আমেরিকার তৈরি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চোরাকারবারি দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটককৃত ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ কয়লাবাড়ি এলাকার মোর্শেদ আলীর ছেলে মো. শহিদুল (৩০) ও তার ভাই মো. দেলোয়ার হোসেন (২৫)।
একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে,শুক্রবার (১৪ এপ্রিল) রাত ২টার দিকে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকায় তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার (১৪ এপ্রিল) রাত ২টার পর থেকে ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলমের নেতৃত্বে দুটি বিশেষ টহল দল প্রায় ২ ঘন্টা ৪৫ মিনিট ধরে অভিযান পরিচালনা করে। এসময় ৭.৬৫ মি.মি. একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুইটি মোবাইল ফোনসহ তাদের দুই ভাইকে আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া আরও জানান, আটককৃত দুই ভাই পেশাদার চোরাকারবারি। তাদের নামে এর আগের চারটি অবৈধ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।