03/15/2025 খার্তুমে ক্ষমতার লড়াই : নিহত ২৫, আহত ১৮৩
রাজ টাইমস ডেস্ক :
১৬ এপ্রিল ২০২৩ ১৫:৫২
সুদানের রাজধানীতে সামরিক বাহিনী এবং একটি শক্তিশালী আধা সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে অন্তত ২৫ জন নিহত এবং ১৮৩ জন আহত হয়েছে। ফলে গণতন্ত্রের পথে যাত্রার পথে নতুন শঙ্কার সৃষ্টির পাশাপাশি বড় ধরনের সঙ্ঘাতের ঝুঁকি সৃষ্টি হয়েছে।
সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্স নামের আধা সামরিক গ্রুপের (আরএসএফ) মধ্যে চলা দীর্ঘ দিনের উত্তেজনার ফলে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। দু'পক্ষের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা হলেও তা বাস্তবায়িত হয়নি। খবর আল জাজিরার।
অধিকন্তু, এই ভয়াবহ সংঘর্ষের পর আরএসএফের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে সামরিক বাহিনী।
শনিবার রাজধানী খার্তুমজুড়ে ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। উভয় পক্ষই ব্যাপক সৈন্য সমবেত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উভয় পক্ষই ভারী অস্ত্র দিয়ে একে অপরের দিকে হামলা চালায়। বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ লাভের জন্য লড়াই চলছে।