13807

04/21/2025 কিশোরগঞ্জে ঈদের নামাজে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জে ঈদের নামাজে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

রাজ টাইমস ডেস্ক :

২২ এপ্রিল ২০২৩ ১৯:৫৭

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে শনিবার সকালে ঈদগাহ মাঠে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে নজরুল ইসলাম নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু সংঘর্ষে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]