13825

04/22/2025 চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারে দু’পক্ষের বোমাবাজি, যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারে দু’পক্ষের বোমাবাজি, যুবক নিহত

রাজ টাইমস ডেস্ক :

২৪ এপ্রিল ২০২৩ ১৪:২৩

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের বোমাবাজিতে জিয়ারুল হক নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০জন।

রোববার বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম একই এলাকার কসিমুদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, গত কয়েকধরে সুন্দরপুর এলাকায় দুটি গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে বোমাবাজি করে আসছিল। রোববার দুপুরেও দু’পক্ষ বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিয়ারুলের পিঠে বোমা লেগে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, বোমাবাজিতে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]