13827

05/04/2024 কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

২৪ এপ্রিল ২০২৩ ২১:১০

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্য হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে আরো দশজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ, তবে পুলিশের হিসেবে অসুস্থ ৫ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, তারা মুলত রেক্টিফাইড স্পিরিট পান করেছিলেন। তা থেকেই বিষক্রিয়া ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম হাসপাতাল পরিদর্শন করে।

ওসি জানান, আনঅথরাইজড বিক্রেতারা বিভিন্ন উৎসবের আগে এসব স্পিরিট বিক্রি করে। কারা এসব বিক্রির সঙ্গে জড়িত তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]