13836

09/06/2025 পাকিস্তানে সিটিডি থানায় বিস্ফোরণ, নিহত ১২ পুলিশ, আহত ৪০

পাকিস্তানে সিটিডি থানায় বিস্ফোরণ, নিহত ১২ পুলিশ, আহত ৪০

রাজটাইমস ডেস্ক

২৫ এপ্রিল ২০২৩ ১৮:২৮

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের সোয়াতে সন্ত্রাস প্রতিরোধ বিভাগের (সিটিডি) থানায় এক বিস্ফোরণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। হামলার পর পুরো প্রদেশে 'উচ্চ সতর্কতা' জারি করা হয়েছে।

সিটিডি ডিআইজি খালিদ সোহাইল জিও নিউজকে বলেছেন, 'এটি কোনো আত্মঘাতী হামলা' ছিল না। তিনি বলেন, 'থানায় কোনো হামলা বা গোলাগুলি হয়নি। গোলাবারুদ ও মর্টার শেল যেখানে মজুত করা ছিল, সেখানে বিস্ফোরণটি ঘটে।'

তিনি আরো বলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সিটিডি ডিআইজি বলেন, দুটি বিস্ফোরণ ঘটে। যে ভবনটি ধসে গেছে, সেটি ছিল পুরনো। নতুন ভবনেই বেশির ভাগ অফিস ও কর্মীরা ছিলেন।

এর আগে জেলা পুলিশ অফিসার শাফি উল্লাহ গান্দাপুর দাবি করেছিলেন যে 'আত্মঘাতী হামলা' হয়েছে।

সূত্র : জিও নিউজ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]