13850

04/21/2025 ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন

৬২ বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন

রাজ টাইমস ডেস্ক :

২৬ এপ্রিল ২০২৩ ২২:১৯

আমদানি বন্ধের পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় পলিথিন পদ্ধতি শুরু করার পর চাষীরা দাম বেশি পাওয়ায় দেশে লবণ চাষের পরিসর বেড়েছে। গতকাল মঙ্গলবার ১০ হাজার ৯৩০ টন লবণ উৎপাদন হয়েছে।

এর মধ্য দিয়ে চলতি মৌসুমে মোট লবণ উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৩৯ হাজার টন। যা ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) লবণ সেল প্রধান (অতি. দায়িত্ব) সরোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গেল বছরে লবণ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড ছিল ১৮ লাখ ৩২ হাজার টন। চলতি লবণ মৌসুমে মোট লবণ চাষকৃত জমির পরিমাণ ৬৬ হাজার ৪২৪ একর, গত বছর ছিল ৬৩ হাজার ২৯১ একর।

সরোয়ার হোসেন আরো জানান, গত বছরের তুলনায় এ বছর লবণ চাষের জমি বৃদ্ধি পেয়েছে ৩ হাজার ১৩৩ একর। চলতি লবণ মৌসুমে লবণ চাষীর সংখ্যা ৩৯ হাজার ৪৬৭ জন, যা গত বছর ছিল ৩৭ হাজার ২৩১ জন। গত বছরের তুলনায় এ বছর লবণ চাষীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ হাজার ২৩৬ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]