13868

04/19/2025 রাজশাহীতে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

রাজশাহীতে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৩ ২৩:৩০

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) রাজশাহীর উপমহাপরিদর্শক আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কারখানার শ্রমিক-মালিক প্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]