13879

04/21/2025 বাঘায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঘায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৩ ০১:২২

রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে আলিফ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ওই শিশুর বাবা ধান কাটার কাজে এলাকার বাইরে গেছে। শিশুর মা রাবিয়া বেগম জ্বালানির জন্য পাতা কুড়াতে বাগানে ছিলেন। শিশুটি কখন পুকুরে পড়ে মারা গেছে, সে বিষয়টি জানা যায়নি। পাকুড়িয়া ইউনয়ন আওয়ামী লীগ আহ্বায়ক আব্দুর রহমান জানান, শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়রা আমার পুকুরে ওই শিশুর ভাসমান মরদেহ দেখতে পায়। পরে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এলাকার গোরস্থানে দাফন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]