04/16/2025 পুঠিয়ায় পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ
রাজটাইমস ডেস্ক
১৭ অক্টোবর ২০২০ ১৯:৪২
দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার পুলিশের ৫ নং বিট আয়োজনে ইউনিয়নের বিড়ালদহ কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্টিত হয়।
এই সময় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ, থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সুলতান আলীসহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান এবং এই বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।