1394

09/22/2024 নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

রাজটাইমস ডেস্ক

১৮ অক্টোবর ২০২০ ০১:৫১

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হল ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনের উপনির্বাচন নির্বাচন। কোথাও কোনো অসুবিধার সৃষ্টি হয়নি এবং কোন অভিযোগ আসে নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শনিবার (১৭ অক্টোবর) দুই সংসদীয় আসনের উপ-নির্বাচন শেষ হওয়ার আগমুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এ কথা বলেন।

খণ্ড নির্বাচন হওয়ায় উপস্থিতি কম উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনে সারা দেশে ভোট হয়। এই খণ্ড নির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকে।  এ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য সরকার পরিবর্তনের সুযোগ নেই।  ২ বছর/আড়াই বছরের জন্য নির্বাচিত হবেন সেই জন্য হয়তো প্রার্থী বা ভোটারদের মধ্য তেমন আগ্রহ নেই।  পাশাপাশি করোনার একটি বিষয় তো রয়েছে।  এজন্য মানুষ আতঙ্কিত। মানুষ যেতে যায় না এ রকম একটা অবস্থা তো আছেই। এর মধ্যেও নির্বাচনের ট্রেন্ড ভালো।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপ-নির্বাচনে ঢাকা-৫ আসনে যারা প্রার্থী ছিলেন তারা হলেন আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আবদুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)।

অন্যদিকে, যেসব প্রার্থী নওঁগা-৬ আসনে প্রতিদ্বন্ধীতা করেন আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম প্রতিদ্বন্দ্বিতা করেন।  খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]