04/22/2025 বিএনপি নেতা এড. কবির হোসেনের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
৫ মে ২০২৩ ২৩:৫৭
রাজশাহীর প্রবীণ রাজনীতিক, সাবেক প্রতিমন্ত্রী ও এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, এডভোকেট কবির হোসেনের দাফন শুক্রবার সম্পন্ন হয়। গত বুধবার তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেলে ইন্তিকাল করেন।
তাঁর নামাজে জানাযা বাদ জুময়া রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোারেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবাইদুর রহমান চন্দন, বিএনপি জাতীয় কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এড. শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারমান মীর ইকবাল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সাবেক এমপি নাদিম মোস্তফাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে তাঁর লাশ হাতেম খান গোরস্থানে দাফন করা হয়।