1397

04/04/2025 নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তিন ঘুমন্ত ব্যক্তির

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তিন ঘুমন্ত ব্যক্তির

রাজটাইমস ডেস্ক

১৮ অক্টোবর ২০২০ ১৭:৪৪

নেত্রকোনায় রেললাইনে ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন তিন জন।

রবিবার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার স্বল্পদশাল গ্রামের আবদুল হেকিমের ছেলে স্বপন (১৭) ও রিপন (১৬) এবং কোরবান আলীর ছেলে মুখলেছ (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাছ শিকারের পর ওই তিনজন উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। রোববার ভোর ৪টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘হাওলাদার এক্সপ্রেস’ ট্রেনটি ওই লাইনে এলে ঘুমন্ত তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের দেহগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া। তিনি বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মরদেহ গুলো উদ্ধার করা হয়েছে বলে জানান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন)। তিনি জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]