03/15/2025 ইসির মামলায় আগাম জামিন আবেদন এমপি নিক্সনের
রাজটাইমস ডেস্ক
১৮ অক্টোবর ২০২০ ২০:০১
ফরিদপুরের চরভাদ্রসন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
রোববার (১৮ অক্টোবর) নিক্সন চৌধুরীর আইনজীবীরা বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন দায়ের করেন।
নিক্সন চৌধুরীর দায়ের করা এই আবেদনের শুনানী হবে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর)।
আইনজীবী শাহদীন মালিক নিক্সন চৌধুরীর পক্ষে এই আবেদন দায়েরের সময় সাথে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।
এর আগে, ফরিদপুরের ডিসিকে হুমকি, ম্যাজিস্ট্রেটকে গালিগালাজসহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মামলা করে নির্বাচন কমিশন। চরভদ্রাসন থানায় করা মামলাটির বাদী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।
মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলাম। খবর-যুগান্তর