13986

04/21/2025 সাগরে লঘুচাপ আজই নিম্নচাপ হতে পারে

সাগরে লঘুচাপ আজই নিম্নচাপ হতে পারে

রাজটাইমস ডেস্ক

৯ মে ২০২৩ ১৪:৩৬

সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখার সূচনা হলো বঙ্গোপসাগরে। গতকাল সোমবার সকাল থেকেই একটি লঘুচাপ বিরাজ করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে। এটা শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় মোখায় পরিণত হতে পারে। তবে আবহাওয়াবিদরা বলছেন, এটি আজ নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে।

এ দিকে গত কয়েক দিন থেকে বিরাজ করছে শুষ্কতা। কমে গেছে বৃষ্টির পরিমাণ। জলাশয়গুলো আবারো শুকিয়ে যেতে শুরু করেছে।

মাটির নিচে পানির স্তর নিচে যাওয়া শুরু করেছে। আবারো তাপমাত্রা চরম আকার ধারণ করেছে। এবারো খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

এ দিকে দক্ষিণা জলীয় বাষ্প আসা কমে যাওয়ায় শুষ্কতা বিরাজ করছে দেশের সর্বত্র। এ যাবত কালের মধ্যে আজই পুরোদেশে বিরাজ করছে তাপপ্রবাহ। কোথাও মৃদু আবার কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বর্তমান লঘুচাপটি নিম্নচাপ না হওয়া পর্যন্ত এমন শুষ্কতা ও গরম অব্যাহত থাকতে পারে।

তবে আবহাওয়াবিদ মো: মিজানুর রহমান জানান, বঙ্গোপসাগরের লঘুচাপটি আজ মঙ্গলবারের মধ্যেই হয়তো নিম্নচাপে পরিণত হতে পারে। এ দিকে লঘুচাপটি ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য গতিপথ সম্বন্ধে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বলেছেন, সম্ভাব্য বর্তমান প্রক্রিয়াটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হলে তা বাংলাদেশের ভোলা থেকে কক্সবাজার জেলার মধ্যবর্তী স্থান দিয়ে উপকূলে আঘাত হানার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।

আমেরিকার নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারকে উদ্ধৃত করে তিনি বলেন, বর্তমানে সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বায়ু শিয়ায়ের এই মান সমুদ্র পৃষ্ঠের এই তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য আদর্শ অবস্থা। লঘুচাপটির কেন্দ্রে বায়ুচাপ ১০০৫ মিলিবার। কৃত্রিম ভূউপগ্রহ থেকে প্রক্রিয়াটির কেন্দ্রে বায়ুর গতিবেগ প্রায় ২৫ কিলোমিটার।

এটি আগামীকালের (আজ মঙ্গলবার) মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আজকের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হলে আগামী বুধবারের মধ্যেই ঝড়ে পরিণত হতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে ঘূর্ণিঝড় মোখা উত্তর ও উত্তর পশ্চিম দিকে ভারতের ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

মোস্তফা কামাল বলেন, আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর সর্বশেষ তথ্যে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা ভোলা থেকে কক্সবাজার জেলার মধ্যবর্তী স্থান দিয়ে উপকূলে আঘাত হানার সম্ভাবনা সর্বোচ্চ। মোখার কেন্দ্রের অগ্রভাগ উপকূলে আঘাত শুরুর সম্ভাব্য সময় ১৪ মে দুপুরের পর থেকে মধ্য রাত্রির মধ্যে। সম্ভাব্য ঘূর্ণিঝড় উপকূলে আঘাত করার সময় এটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করতে পারে।

বাতাসের সর্বোচ্চ গতিবেগ ওঠার সম্ভাবনা রয়েছে ১৬০ থেকে ১৯০ কিলোমিটার (সমুদ্রে থাকা অবস্থায়) ও উপকূলে আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ওঠার সম্ভাবনা রয়েছে ১৩০ থেকে ১৭০ কিলোমিটার। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলো ৭ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পানিতে প্রলম্বিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]