14004

03/16/2025 ইসরাইলি বিমান হামলায় ২২ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বিমান হামলায় ২২ ফিলিস্তিনি নিহত

রাজটাইমস ডেস্ক

১১ মে ২০২৩ ১৬:২০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের বিমান হামলায় গত দুই দিনে অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন। নিহতদের মধ্যে ১০ বছরের একটি মেয়েসহ চার শিশুও রয়েছে।

বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল এমন অভিযান অব্যাহত রেখেছে বলে দাবি স্থানীয়দের।

মঙ্গলবার ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরাইলের বিমান বাহিনী। ওই হামলায় গোষ্ঠীটির তিন জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ১৫ জন নিহত হন। এদের মধ্যে ১০ বছর বয়সী লায়ান এমডৌকসহ চারটি শিশুও রয়েছে।

বুধবার অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের দুই যোদ্ধাসহ আরও পাঁচ ফিলিস্তিনি।

চলতি বছর গত কয়েক মাসে অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি বাহিনীর হাতে এ পর্যন্ত ১৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]