1402

04/04/2025 রাজশাহীতে সাংবাদিককে ওসির প্রাণনাশের হুমকি: কমিশনার বরাবর অভিযোগ

রাজশাহীতে সাংবাদিককে ওসির প্রাণনাশের হুমকি: কমিশনার বরাবর অভিযোগ

সাকিব আল হাসান

১৮ অক্টোবর ২০২০ ২২:১৮

রাজশাহীতে এক সাংবাদিককে ওসির প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বিরুদ্ধে ভুক্তভোগী সাংবাদিক এটিএন বাংলার প্রতিনিধি সুজাউদ্দীন ছোটন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (১৮ অক্টোবর) পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বরাবর এই অভিযোগ দায়ের করেন তিনি। এই সময় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সাংবাদিকদের আশ্বাস দেন তিনি।

কমিশনার বরাবর দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বোয়ালিয়া মডেল থানায় ওসি নিবারণ চন্দ্রের নেতৃত্বে স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে ওসি নিবারণ সাংবাদিক সুজাউদ্দীনসহ কয়েকজন সাংবাদিকের পরোক্ষভাবে প্রাণনাশের হুমকি দেন।

এদিকে, গণমাধ্যম কর্মীকে হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খাঁন। তিনি এ ঘটনার সাথে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]