14030

04/22/2025 ঈশ্বরদীতে পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু

ঈশ্বরদীতে পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু

রাজটাইমস ডেস্ক

১৪ মে ২০২৩ ০২:১৭

পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) দুপুর ২টার দিকে পৌর শহরের সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলো সাঁড়া গোপালপুর গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে জাহিদ মণ্ডল (১০), একই এলাকার পাঞ্জুর ছেলে হৃদয় (১০) ও উপজেলার মাজদিয়া গ্রামের আকিজলের মেয়ে আনিকা (১২)।

বাচ্চু মণ্ডল বলেন, বেলা ১১টার পর জাহিদ বাড়ি থেকে বের হয়। এসময় আমাদের বাড়িতে বেড়াতে আসা আমার বোনের মেয়ে আনিকা ও এলাকার শ্যালো মেশিনচালক পাঞ্জুর ছেলে হৃদয় তার সঙ্গে ছিল। তারা তিনজনই প্রায় সমবয়সী। দুপুর ১টার দিকে জানতে পারি তারা মানিক হাজির পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। পুকুরে পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মালিহা ফাইরোজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]