14038

04/21/2025 তুরস্কে ভোটগ্রহণ শেষ, ব্যালট বাক্স রক্ষায় সমর্থকদের প্রতি আহ্বান এরদোগানের

তুরস্কে ভোটগ্রহণ শেষ, ব্যালট বাক্স রক্ষায় সমর্থকদের প্রতি আহ্বান এরদোগানের

রাজ টাইমস ডেস্ক :

১৫ মে ২০২৩ ০৩:১৪

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। তবে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ব্যালটবাক্স রক্ষা করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার পাঁচ বছর মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দিয়েছে তুরস্কবাসী। দেশটিতে নিবন্ধনকৃত ভোটার সংখ্যা ৬ কোটি ৪০ লাখ।

এ নির্বাচনে ৪ মেয়াদে ক্ষমতায় থাকা এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিসদারোগ্লু।

এ নির্বাচনের ফলাফল পেতে তিন দিন লাগতে পারে।

ভোটগ্রহণ শেষে সমর্থকদের উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন এরদোগান। সেখানে তিনি লিখেছেন, ‘সারাদেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর মাধ্যমে আমাদের গণতন্ত্র এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘এখন সময় ব্যালট বাক্স রক্ষার। চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত আমরা আমাদের জনগণের ইচ্ছাকে পাহারা দিয়ে যাব।’
এদিকে, আলজাজিরার প্রতিনিধি সামি জাইদান জানিয়েছেন, নির্বাচন ঘিরে তেমন কোনো অরাজকতা অথবা কোনো কারচুপির ঘটনাও ঘটেনি।

তবে তিনি জানান, দেশজুড়ে উত্তেজনাকর এ নির্বাচনে একজন নির্বাচন পর্যবেক্ষক ও দু’জন ভোটার হার্ট অ্যাটাক করেছেন।

সূত্র : আলজাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]