1404

04/04/2025 নগরীতে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আটক

নগরীতে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজটাইমস ডেস্ক

১৮ অক্টোবর ২০২০ ২৩:০৪

নগরীতে অস্ত্রসহ এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী নগরীর সাধুর মোড় এলাকার মৃত মুর্তজা আলীর ছেলে জহুরুল হাসান (২৬) বলে জানা গেছে।

রবিবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সময় অভিযানে আটককৃতের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

আটককৃত এই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ও জানানো হয়।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]