04/16/2025 চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
রাজটাইমস ডেস্ক
১৮ অক্টোবর ২০২০ ২৩:২৭
রাজশাহীর চারঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক ব্যক্তি।
রোববার (১৮ অক্টোবর) সকালে মোক্তারপুর ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ললিতাহার খড়খড়ির শাহীন আলমের ছেলে মারুফুল ইসলাম মারুফ (৩২) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার সকালে বানেশ্বরগামী মিনি ট্রাক মোক্তারপুর বালুঘাটে বালু নিতে আসার পথে রাজশাহীগামী মটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মারুফুল ইসলাম মারুফ ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয় নি বলে জানান চারঘাট থানার উপ-পরিদর্শক শাহ আলম।
এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান চারঘাট মডেল ওসি সমিত কুমার কুন্ডু। তিনি জানান কোন অভিযোগ না থাকায় নিহতের লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।