04/16/2025 কামারুজ্জামান টি-১০ ক্রিকেটে হ্যালো রাজশাহী জয়ী
ক্রীড়া প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২০ ০১:০৫
নগরীর স্যালেলাইট টাউন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল রোববার হ্যালো রাজশাহী ৭ উইকেটে হারায় উইলো চিলিসকে। টস জয়ী উইলো চিলিস ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তোলে।
দলের পক্ষে আনিক ৩০ ও আমিন ১৯ রান করেন। বিপক্ষে জাহীদ ২৫ রানে ৩টি ও মেহেদী ১০ রানে ২টি উইকেট নেন। হ্যালো রাজশাহী ১১২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে। দলের পক্ষে আলি অপরাজিত ৩৫ ও স্মরন ২৮ রান করেন।
বিপক্ষে ফিরোজ ১৭ রানে ২টি ও রাহিদ ২৩ রানে ২টি উইকেট নেন। হ্যালো রাজশাহীর আলী ম্যাচ সেরাহন। আজকের খেলায় ট্যাংকি পড়া স্পোটিং ক্লাব ও ক্রিকেট রাইডার্স অংশ নেবে।