1410

04/04/2025 অসুস্থ পূর্ণিমা: বন্ধ 'গাঙচিল' সিনেমার শুটিং

অসুস্থ পূর্ণিমা: বন্ধ 'গাঙচিল' সিনেমার শুটিং

রাজটাইমস ডেস্ক

১৯ অক্টোবর ২০২০ ০১:১২

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে সরগরম হয়েছে শুটিং স্পট।  নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ দিয়ে দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। 

গতকাল শনিবার (১৭ অক্টোবর) সিনেমার শুটিংয়ে ফেরার পরই হঠাৎ সুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। দ্রুতই শুটিং থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে যান। 

পূর্ণিমার অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘গাঙচিল’- এর পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে জানান এই পরিচালক। তিনি বলেন, এফডিসিতে সেট তৈরি করে করোনার পর দীর্ঘ বিরতি দিয়ে নতুন করে কাজ শুরু হয়েছিল ‘গাঙচিল’- এর শুটিং। সেটেই অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা।  তার অসুস্থতার পর শুটিং বন্ধ রয়েছে।  পূর্ণিমা সুস্থ হলে শুটিং শুরু হবে।  হয়তো কিছুদিনের জন্য শুটিং বন্ধ রাখতে হবে।’

উল্লেখ্য, সিনেমাটি নির্মান করা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে।  ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতূপর্ণা সেনগুপ্ত। এতে আরও অভিনয় করছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]