14107

03/15/2025 রাবির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

রাবির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

রাবি প্রতিনিধি:

২১ মে ২০২৩ ১৫:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৬টি বিভাগের অংশগ্রহণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। সেরা বিতার্কিক হিসেবে পুরস্কার গ্রুহণ করেন বিজয়ী দলের সাধন মুখার্জী।

শনিবার (২০ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা। জয়ী দলকে নগদ পাঁচ হাজার টাকা, ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং পরাজিত দলকে নগদ তিন হাজার টাকা, ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রতিযোগিতার বিষয় ছিল 'এই সংসদ বিশ্বাস করে, 'বাজার নগরবাদ' আবাসন সংকট এবং পরিবেশগত অবক্ষয়কে ত্বরান্বিত করবে।' সরকারী দল হয়ে বিষয়ের পক্ষে লড়ে আইন বিভাগ। আইন বিভাগের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সাধন মুখার্জী, মাসুদ রানা ও নাইম।

এ প্রতিযোগিতার আয়োজক ছিল 'বাংলাদেশ স্টুডেন্টস ফর লিবার্টি'। এ সময় সিরাজুম মনিরা ও তারিফ হাসান মেহেদির সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টুডেন্টস ফর লিবার্টির সিনিয়র লোকাল কোর্ডিনেটর রাজু আহমেদ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, বিশেষ অতিথি প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

এছাড়া বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়, জান্নাতুল মাওয়া এবং আহনাফ হাসান।

স্টুডেন্টস ফর লিবার্টি মূলত নাগরিকের মুক্ত স্বাধীন তত্ত্বগুলো ছড়িয়ে দিতে বিশ্বব্যাপী কাজ করছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]