14113

04/24/2024 রাবিতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি ২৯ দিন

রাবিতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি ২৯ দিন

রাবি প্রতিনিধি:

২১ মে ২০২৩ ২২:২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অবকাশ শুরু ৭ জুন। ছুটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। তবে বিভাগগুলো চাইলে ছুটির মধ্যেও পরীক্ষা নিতে পারবেন-এতে প্রশাসনের কোনো বাঁধা নেই।

আজ রোববার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে তথ্যটি নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, "গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে কোনো বিভাগ চাইলে তাদের পরীক্ষা ছুটির মধ্যে নিতে পারবেন।

এতে প্রশাসনের কোনো বাঁধা থাকবে না। পরীক্ষার বিষয়ে বিভাগ যেটা মনে করবে তাঁরা সেটা করতে পারবে। অফিস বন্ধ থাকবে ৯ জুন থেকে ১৭ জুন পর্যন্ত। পরে ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত অফিসের সকল কার্যক্রম চলমান থাকবে। পরে ২২ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অফিস ছুটি থাকবে।"

আবাসিক হল বন্ধের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "ছুটিতে আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।"

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]