1413

09/22/2024 বানেশ্বরে ফার্মেসী ব্যাবসায়ীদের অস্ত্র প্রদর্শন !

বানেশ্বরে ফার্মেসী ব্যাবসায়ীদের অস্ত্র প্রদর্শন !

মাজেদুর রহমান, পুঠিয়া

১৯ অক্টোবর ২০২০ ০১:৩৯

পুঠিয়ার বানেশ্বরে ফার্মেসী ব্যাবসায়ী দুই গ্রুপের হামলায় অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত্রি অনুমানিক ৮টার সময় বানেশ্বর ট্রাফিক মোড়ে দুই গ্রুপের এ অস্ত্র প্রদর্শনের ঘটনাটি ঘটেছে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, গতকাল শনিবার অনুমানিক রাত্রি আটার দিকে বানেশ্বর বাজারের কলেজ মার্কেটে সেলিম ফার্মেসীর সামনে ওষুদ কোম্পানির অর্ডার বাতিলের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসুয়া নিয়ে হামলা চালায় সেবা ফার্মেসীর মালিক মিন্টু ও তার ছোট ভাই হাবিব।

এসময় কথা কাটা কাটির এক পর্যায়ে হাবিবের কাছে থাকা হাসুয়া দিয়ে সেলিমকে আঘাত করার চেষ্টা চালানো হয়। সেসময় আশে পাশের লোকজনের সহযোগিতায় সে প্রাণে রক্ষা পায়। পরে বিষয়টি জানতে পরে সেলিমের চাচাতো ভাই আল মাহামুদ মিঠু ও তার সহযোগিরা সেবা ফার্মেসীর মালিক মোহাম্মদ আলী মিন্টুকে রিভালবার দিয়ে হত্যার হুমকি দেয়।

এতে প্রাকশ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেলিম ফার্মেসীর মালিক ও বানেশ্বর বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী সেলিম বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে মিন্টুর ছোট ভাই হাসিবের কাছে থাকা হাসুয়া দিয়ে আঘাত করলে আমি কোন মতে প্রাণে বেঁচে যাই। তবে তাঁর ভাইয়ের অস্ত্র প্রদর্শনে বিষয়টি তিনি অস্বীকার করে। এছাড়াও তিনি বলেন, মিন্টুর এর আগে অনেক বার এধরনে ঘটনা ঘটিয়েছে। পরে এসব ঘটনা সে মিমাংসা করে নেয়।

জানতে চাইলে সেবা ফার্মেসীর মালিক মোহাম্মদ আলী মিন্টু বলেন, তার ছোট ভাইয়ের হাসুয়া নিয়ে যাওয়ার কথা স্বীকার কলেও আঘাত করার কথা অস্বীকার করেন। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে বানেশ্বর ওষুধ ব্যাবসায়ী সমিতি আমার ফার্মেসীতে ওষুধ কোম্পনীর অর্ডার নিতে হচ্ছেনা।

এ কারণে ব্যবসায়ীক ক্ষতিতে পড়তে হচ্ছে বলে তিনি অভিযোগ করে।

পুঠিয়া থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, দুই পক্ষ অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা জানান এ কর্মকর্তা।মাজেদুর রহমান (মাজদার) পুঠিয়া রাজশাহী
 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]