14181

05/03/2024 বগুড়ার কাহালুতে নাগরদোলা ভেঙে আহত ১৬

বগুড়ার কাহালুতে নাগরদোলা ভেঙে আহত ১৬

রাজটাইমস ডেস্ক

২৮ মে ২০২৩ ০৩:২৪

বগুড়ার কাহালু পাল্লাপাড়া গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে জৈষ্ঠ মেলায় নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।

শনিবার (২৭ মে) বেলা ১১টায় একদিনের মেলার শেষের দিকে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার শেষ হলেও মেলার দোকান-পাট ও নাগরদোলা চলছিল।

গুরুতর আহতদের মধ্যে রিফাত অক্তার (১৬), তামিম হোসেন (৯), সজিব (১৭) ও রুমানাকে (১৭) কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়, কাহালু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে স্থায়ী মঞ্চের সামনে ওই নাগরদোলায় শিশুসহ প্রায় ২৮-৩০ জন উঠেন। নাগরদোলা চলমান অবস্থায় হঠাৎ উপরের স্যাপ্ট ভেঙে মাটিতে পড়ে। এ সময় নাগরদোলায় থাকা কমপক্ষে ১৬ জন আহত হন। ঘটনার সময় নাগরদোলার মালিক দ্রুত সড়ে পড়েন।

আহতদের মধ্যে রুমানার অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

কাহালু থানা পুলিশ আহতদের খোঁজ-খবর নেন। ধারনা করা হচ্ছে টাকার লোভে নাগরদোলার মালিক অতিরিক্ত লোকজন উঠিয়ে ছিলেন। ফলে দুর্ঘটনা ঘটে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]