03/15/2025 স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি আসছে
রাজটাইমস ডেস্ক
১৯ অক্টোবর ২০২০ ১৭:৪৬
ঘোষণা হতে যাচ্ছে ক্ষমতাসীন সরকারের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি।
সোমবার (১৯ অক্টোবর) এই ঘোষনা দেয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের।
গত রোববার (১৮ অক্টোবর) জাতির জনক বঙ্গবন্ধু শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনাসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
কমিটি বাছাইয়ের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম কমিটি যাচাই করে দিলেই ঘোষনা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার (১৮ অক্টোবর) অনুমোদন দেয়া হয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির।