14213

07/12/2025 বিএনপি নেতা চাঁদ আরো ৩দিনের রিমাণ্ডে

বিএনপি নেতা চাঁদ আরো ৩দিনের রিমাণ্ডে

নিজস্ব প্রতিবেদক

৩১ মে ২০২৩ ০০:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া মামলার আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরও তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। ৫ দিনের রিমাণ্ড শেষে আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে চাঁদকে পুলিশ আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমাণ্ডের আবেদন করেন। পরে রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার জানান, ৫ দিনের রিমাণ্ড শেষে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে পুনরায় আদালতে তোলা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে আরো ১০ দিনের রিমাণ্ড চাওয়া হয়। তবে আদালত তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার এই মামলা বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের কাছে আছে। তারাই বিএনপিনেতা চাঁদকে জিজ্ঞাসাবাদ করবেন।

উল্লেখ্য, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]