14223

05/02/2024 রাবিতে প্রক্সি দিতে এসে ৩৮ বিসিএস নন ক্যাডার আটক

রাবিতে প্রক্সি দিতে এসে ৩৮ বিসিএস নন ক্যাডার আটক

রাবি প্রতিনিধি:

৩১ মে ২০২৩ ২১:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। তারমধ্যে ৩৮ তম বিসিএসের একজন নন-ক্যাডার রয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক।

তিনি বলেন, গতকাল আইনশৃঙ্খলা বাহীনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৬ জনের বিষয়ে জানতে পারলেও একজনের পরিচয় বের করতে পারিনি। পরে আজ তার হাতের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার পরিচয় বের করতে সক্ষম হয়েছি। তার নাম শেখ আবু হানিফ। তিনি ৩৮তম বিসিএসে নন ক্যাডার। বর্তমানে তিনি বরিশালের গৌরনদী উপজেলার সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত।

তিনি বলেন, প্রক্সি কান্ডের সাথে জড়িত ১৬ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এছাড়াও আরও অনেকেই অজ্ঞাত রয়েছে। ১৬ জনের মধ্যে ৯ জনকে আটক করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]