03/16/2025 চীনে ভূমিধসে ১৯ জন নিহত হয়েছে
রাজ টাইমস ডেস্ক :
৫ জুন ২০২৩ ১৬:৪৪
চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একটি খনি কোম্পানীর কর্মী-আবাসিকে ভূমিধসে ১৯ জন নিহত হয়েছে। কয়েক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিপাত হওয়ায় ভূমিধস হয়েছে।
রোববার ভোরে সিচুয়ান প্রদেশের লেশান কাউন্টির একটি পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভির মতে, নিহতরা সবাই জিনকাইয়ুয়ান মাইনিং কোম্পানির কর্মী।
আর্দ্র, বৃষ্টির আবহাওয়াসহ, দক্ষিণ-পশ্চিম চীন ভূমিধস প্রবণ এলাকা। বিশেষ করে এমন এলাকায় ঘটনাটি ঘটেছে যেখানে কৃষিকাজ, বন উজাড়, প্রকৌশল প্রকল্প এবং খনির কাজের কারণে বৃহৎ আকারে মাটি সরানো হয়েছে।
সূত্র : ইউএনবি