14280

05/02/2024 রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজ টাইমস ডেস্ক :

৫ জুন ২০২৩ ২২:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

আজ সোমবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক মো. সাহেদ জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ-১ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫৮৫৩ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছে ৩০৫৪ জন, গ্রুপ-২ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫৯৭৭ জন শিক্ষার্থী, পাশ করেছে ৬১২০ জন, গ্রুপ-৩ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬০৩৪ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছে ৫২৮৩ জন, গ্রুপ-৪ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬০১৫ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছে ৩৯৬৬ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]