1430

03/15/2025 এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

রাজটাইমস ডেক্স

১৯ অক্টোবর ২০২০ ২৩:১৯

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাজধানী রমনা থানার নাশকতার মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন।


সোমবার মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এদিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। এ সময় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত নেতা আজহারুল ইসলামসহ আরো কয়েকজনের বিরুদ্ধে রমনা থানায় নাশকতার মামলা করে পুলিশ। এর পর তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন।



এদিকে আগেই আরেকটি মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এমএস ইসলাম

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]