1432

03/13/2025 সরকার পতনের দাবিতে উত্তাল পাকিস্তান

সরকার পতনের দাবিতে উত্তাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০২০ ০০:২৬

পাকিস্তানে ব্যাপক রূপ ধারণ করেছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আন্দোলন।

ইমরান খানের পদত্যাগের দাবিতে রোববার (১৮ অক্টোবর) ১০ হাজারের বেশি নেতাকর্মীর সমাবেশ হয়েছে করাচি শহরে।

দেশটির ১১টি প্রধান বিরোধী দল পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) নামে একটি জোট গঠন করেছে।  এই জোটটি গত মাসের শেষের দিকে গঠন করা হয়।   

সরকারের ব্যর্থতা গোপন করতে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে সমাবেশে ইমরানের খানকে কটাক্ষ করেন পাকিস্তান মুসলিম লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ।

সমাবেশে বিক্ষুব্ধরা অভিযোগ করেন ২০১৮ সালে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে ইমরানকে ক্ষমতায় বসিয়েছে দেশটির সেনাবাহিনী।

সরকার পতনের সমাবেশে বক্তব্য দেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জেইউআই-এফ প্রধান মওলানা ফজলুর রহমান এবং পাকতুনখাওয়া মিল্লি আওয়ামী চেয়ারম্যান মেহমুদ আচাকজি।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতি। মুদ্রাস্ফীতি দুই অঙ্কে পৌঁছে গেছে। প্রবৃদ্ধি পৌঁছেছে নেগেটিভে। এ জন্য ইমরান খানের সরকারকে দায়ী করছে বিরোধী দলগুলো। 

বিরোধীদলসমূহের অভিযোগ ইমরান খান বিরোধীদলের কন্ঠরোধের চেষ্টা করছেন। ইমরান খান সরকারের ক্ষমতার মেয়াদ দুই বছর। এ সময়ে তিনি ভিন্ন মতাবলম্বী, সমালোচক ও বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালিয়েছেন বলে অভিযোগ আছে। 

দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৩ সালে।

নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ অভিযোগ করেন বিক্ষোভের পর করাচি পুলিশ স্বামী ক্যাপ্টেন সাফদার আওয়ানকে গ্রেফতার করেছে।

মরিয়ম নাওয়াজ এক টুইটে জানান, তারা যেখানে ছিলেন, হোটেল রুমের দরজা ভেঙে পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে গেছে।

গত শুক্রবার (১৫ অক্টোবর) ইমরান খানের পতনের ডাক আসে পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা স্টেডিয়ামের সমাবেশ থেকে। ইমরান খান ক্ষমতায় আসার পর এটাই ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ। খবর-যুগান্তর

  • এসএইচ

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]