04/04/2025 গ্রেফতারকৃত জামায়াত নেতার মুক্তির দাবি
প্রেস বিজ্ঞপ্তি
২০ অক্টোবর ২০২০ ০০:৩৫
গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি জানিয়েছে মহানগর জামায়াত। সোমবার (১৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির আমীর মাওলানা ড. কেরামত আলী, নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসেন ও অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরী সেক্রেটারী অধ্যাপক মাইনুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে জামায়াতে ইসলামীর রাজপাড়া থানা আমীর অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান সোহেল, ১৬ নং জামায়াত সেক্রেটারি রবিউল ইসলাম ও তার ছেলে সুলেমান আহমেদ ইনসানকে বোয়ালিয়া থানা পুলিশ গ্রেফতার করে।
তবে জামায়াতের দাবি কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়ায় দলটির নেতাদের গ্রেফতার করা হয়েছে।
কাফি/০১