14335

08/02/2025 রাজশাহীর উন্নয়নে জাপা প্রার্থীর ৩৬ দফা প্রতিশ্রুতি

রাজশাহীর উন্নয়নে জাপা প্রার্থীর ৩৬ দফা প্রতিশ্রুতি

রাজ টাইমস ডেস্ক :

১০ জুন ২০২৩ ২৩:১০

কর্মসংস্থান সৃষ্টি ও হোল্ডিং ট্যাক্স কমানোসহ ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মলেন করে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, জাতীয় পার্টির নং বছরের শাসনামলে আপনারা রাজশাহীর ব্যাপক উন্নয়ন দেখেছেন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মধ্যে মডেল সিটি হিসেবে গড়ে তোলাই আমার দীর্ঘদিনের স্বপ্ন। নতুন সব স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসীর দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি।

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেন, সদস্য সচিব সামসুদ্দিন রেন্টু, মহানগরের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মিন্টু।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com