14344

09/17/2024 ঘূর্ণিঝড় বিপর্যয় : ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে সতর্কতা

ঘূর্ণিঝড় বিপর্যয় : ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে সতর্কতা

রাজ টাইমস ডেস্ক :

১১ জুন ২০২৩ ১৭:২২

ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, গোয়া ও অন্যান্য উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরব সাগরের এই ঘূর্ণিঝড় তীব্রতর হবে বলে আবহাওয়াবিদরা হুঁশিয়ারি দিলে এই সতর্কতা জারি করা হয়।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের আগে আগামী পাঁচ দিন পূর্ব ও মধ্য আরব সাগর এবং সেই সাথে ভারতের সৌরাষ্ট্র ও কচ অঞ্চলে কাজ-কর্ম বন্ধ রাখতে মৎস্যজীবীদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) ঘূর্ণিঝড় বিপর্যয়-কে ‘অতিশক্তিশালী ঝড়’ হিসেবে চিহ্নিত করেছে। তারা শনিবার বলেছে, ঘূর্ণিঝড়টি দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাই থেকে প্রায় ৬২০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

শনিবার এক বিবৃতিতে আইএমডি বলেছে, আগামী ২৪ ঘণ্টায় এই ঝড় আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে।

আবহাওয়া দফতর সতর্ক করেছে যে আগামী তিন দিন উপকূলীয় কেরালা ও কর্ণাটক রাজ্যের কিছু বিচ্ছিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

ভারতের গুজরাট, দক্ষিণ গুজরাট, সৌরাষ্ট্র উপদ্বীপ এবং কচের ১৩টি উপকূলীয় জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

এই রাজ্যের রাজস্ব দফতরের অতিরিক্ত মুখ্যসচিব কমল দায়ানি রয়টার্সকে বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা পুরোপুরিভাবে প্রস্তুত।

এই ঝড়ে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন জেলাগুলোতে জাতীয় ও রাজ্যস্তরের বিপর্যয় মোকাবেলা বাহিনী (ডিজাস্টার রেসপন্স ফোর্স) মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]