14384

04/22/2025 কুষ্টিয়ায় নিখোঁজের ৪৩ ঘণ্টা পর ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুষ্টিয়ায় নিখোঁজের ৪৩ ঘণ্টা পর ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজ টাইমস ডেস্ক :

১৪ জুন ২০২৩ ২০:০৪

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তানভীরকে (২৩) নিখোঁজের ৪৩ ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলের ১০০গজ ভাটিতে সৈয়দ মাসউদ রুমী সড়কের পিলালের নিচ থেকে উদ্ধার করে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, বুধবার সকালে খুলনা থেকে আসা ডুবুরী দল তৃতীয় দিনের মতো রেলসেতু থেকে ১০০গজ ভাটিতে সড়ক সেতুর পিলালের নিচে উদ্ধার তৎপরতা চালায়। বেলা সাড়ে ১১টার দিকে তানভীরের গলিত লাশ সেখান থেকেই ডুবুরিরা উদ্ধার করেন। তানভীরের লাশ উদ্ধারের মধ্যে দিয়ে দীর্ঘ ৪৩ ঘণ্টার উৎকন্ঠার অবসান হয়। খবর পেয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাহন ঘটনাস্থলে যান। লাশের আইনি প্রক্রিয়া শেষে তানভীরের পরিবারের নিকট লাশ হস্তান্তরের পর বরগুনা শহরের বাসায় নিয়ে যাওয়া হবে।

এদিকে খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে বরগুনা থেকে কুষ্টিয়ায় পৌঁছায় তানভীরের বাবা, ছোট ভাই ও চিকিৎসক বোন, দুলাভাইসহ আত্মীয় স্বজনেরা। সকাল থেকেই গড়াই নদীর পাড়ে সন্তানের খোঁজে নদীর কুলে অপেক্ষা করতে থাকেন তারা। সারাদিনে অপেক্ষার প্রহর আর শেষ হয় না। খুলনা থেকে আসা ছয় ডুবুরির সাথে কুমরাখালী থানা ফায়ার সার্ভিসের সদস্যরা এই উদ্ধার কাজে অংশ নেয়।

স্থানীয় ডুবুরি দলের লিডার সাইদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে সোমবার রাতে অভিযান শুরু করি। মঙ্গলবার ভোর থেকে পুনরায় উদ্ধার কাজে ঘটনাস্থলের আশপাশের এলাকা তল্লাশী চালাই কিন্তু নিখোঁজ তানভীরের কোনো সন্ধান পায়নি।

তিনি জানান, ঘটনাস্থলের নদীর গভীরতা ৩০ থেকে ৩৫ ফুট আর নিচে প্রচন্ড স্রোত। মনে হচ্ছে কোনো গর্তে বালুর চাপা পড়েছে। আমরা আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করবো।

তিনি আরো জানান, উদ্ধার কাজে সহযোগীতা করছেন কুমারখালী উপজেলা প্রশাসন ও স্থানীয় কয়া ইউপি চেয়ারম্যান আলী হোসেন।

চেয়ারম্যান আলী হোসেন জানান, ঘটনার পর থেকেই স্থানীয় ডুবুরির পাশাপাশি খুলনা থেকে ফায়ার সার্ভিসের ছয় ডুবুরি কাজ করছে। সর্বাত্বক উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। কুমারখালী উপজেলা প্রশাসনের পাশাপাশি কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। এদিকে পানিতে ডুবে যাওয়া খুলনা বিভাগীয় কমিশনারের ছেলে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ভাগ্যক্রমে যে দু’জন বেঁচে গেছে তারা অতিরিক্ত পানি খাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

তানভীরের বাবা বরগুনা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক, তানভীরের বড় বোন ডা: সাবিস্তা জাহান তামিমা ও তার চিকিৎসক স্বামী এবং ছোট ভাই বরগুনা সরকারি উচ্চ বিদ্যালায়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাহমিনসহ ১৫ জন আত্মীয়-স্বজন খবর পেয়ে সোমবার ভোরে কুষ্টিয়ায় পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছায় তারা কান্নায় ভেঙে পড়েন। সারাদিন অপেক্ষা করেন আর পায়চারী করে সময় কাটাচ্ছেন। মাঝে মাঝে স্বজনেরা ঢুকরে ঢুকরে কেঁদে উঠেন। এ সময় এলাকাবাসীকে তাদের শান্তনা দিতে দেখা যায়।

নিখোঁজ তানভীরের খালু বরগুনা শাখার শেরে বাংলা ফজলুল হক সরকারি কলেজের শিক্ষক ফিরোজ আহমেদ জানান, আমরা রাত ১০টার পরে খবর পেয়ে বরগুনা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হই। তানভীরের মা আফরোজা বেগম অসুস্থতার কারণে আসেনি।

নিখোঁজ তানভীরের বাবা বলেন, ‘আমার সন্তান এইভাবে নিখোঁজ হবে কখন ভাবেনি। আল্লাহর কাছে আকুল মিনতি ছেলের লাশ যেন নিয়ে যেতে পারি।’ এছাড়াও তিনি কুষ্টিয়া জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং উদ্ধারকাজের সাথে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সোমবার (১২ জুন) বিকেলে পৌনে ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনের কুমারখালীর কয়া গড়াই রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪র্থ বর্ষের ১৩ জন ছাত্র মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন। মেহেরপুর থেকে কুষ্টিয়ায় এসে দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজে খাওয়া দাওয়া শেষে ছাত্ররা ছেঁউড়িয়া লালন আখড়াবাড়িতে যান। সেখান থেকে শিলাইদহে কুঠিবাড়ি যাওয়ার পথে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদে রেলসেতুর নিচে তিন বন্ধু নামেন। তারা সাঁতরে গড়াই নদ পাড়ি দেয়ার চেষ্টা করেন।

দুই বন্ধু তীরে উঠতে সক্ষম হলেও তানভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাতে খুলনা থেকে আসা ডুবুরি বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। রাত ১০টা পর্যন্ত নিখোঁজ তানভীরের সন্ধান পাওয়া না যাওয়ায় ডুবুরিরা কাজ বন্ধ রাখেন। মঙ্গলবার সকাল ৭টায় পুনরায় উদ্ধার কাজ শুরু করে সারাদিন বিরতীহীন উদ্ধার কাজ চালিয়ে তানভীরকে উদ্ধারে ডুবুরিরা ব্যর্থ হয়ে কাজ বন্ধ রাখে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]