14403

04/21/2025 ঈদে ভারি যান চলবে না ৭ দিন, সড়ক মেরামতের নির্দেশ

ঈদে ভারি যান চলবে না ৭ দিন, সড়ক মেরামতের নির্দেশ

রাজ টাইমস ডেস্ক :

১৬ জুন ২০২৩ ০০:৪১

আসন্ন ঈদুল আজহার আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও ঈদের সাত দিন আগে থেকে সড়কে ট্রাক, লরিসহ ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, পাঁচ দিন আগে সড়কের কাজ বন্ধ করতে হবে। ঈদের আগে তিন দিন ট্রাক, কভার্ডভ্যান বন্ধ থাকবে। ঈদের আগে-পরে মোট সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন।

কাদের বলেন, ঈদুল ফিতরে যাত্রা ভালো হয়েছে। কিন্তু কোরবানির ঈদ চ্যালেঞ্জিং। এজন্য নজরদারি বাড়াতে হবে। ঈদের আগে দুর্ঘটনা কমলেও ফিরতি যাত্রায় বেশি। এর কারণ নজরদারি কম।

রোজায় বৃষ্টির বিড়ম্বনা ছিল না উল্লেখ করে তিনি বলেন, এবারের ঈদে পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন, কোরবানির হাট, এসব চ্যালেঞ্জ রয়েছে। বৃষ্টি হলে গাড়ির গতি কমে যায়। সড়কে গর্ত হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, না হলে যানজট হবে। মহাসড়কের পাশে পশুর হাট বসানোর প্রবণতা কমেছে। আমাদের গলার কাঁটা গাজীপুরের বিআরটি প্রকল্প। এক পশলা বৃষ্টিতে সমস্যা হয়, এমনিতেই দুর্ভোগের কারণ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]