14427

04/21/2025 সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

১৮ জুন ২০২৩ ০০:৩৪

সুনামগঞ্জের দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন জেলে ও দুজন বালু শ্রমিক।

নিহতরা হলেন- দিরাই উপজেলার চরনারচর গ্রামের মো. আব্দুল মালেক (৪৫) এবং বিশ্বম্ভরপুর উপজেলার জয়নাল মিয়া (৪০) ও মো. সেলিম মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ এলাকায় দুই বালু শ্রমিক জয়নাল মিয়া ও মো. সেলিম মিয়া ধোপাজান নদীতে বালু উত্তোলনকালে বজ্রপাতে গুরুতর আহত হন। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত্যু নিশ্চিত করেন।

জয়নাল মিয়া মাঝেরটেক গ্রামের শিশু মিয়ার ছেলে এবং মো. সেলিম মিয়া জিনারপুর গ্রামের মো. ফরহাদ মিয়ার ছেলে।

ওসি মো. সাইফুল আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দিরাই উপজেলার চরনারচর গ্রামের আব্দুল মালেক (৪৫) প্রতিদিনের মতো শনিবার সকালে হাওরে মাছ ধরতে যান। প্রচুর বৃষ্টিপাতের মধ্যে হঠাৎ বজ্রপাতে তার পুরো শরীর পুড়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

ওসি কাজি মোক্তাদির হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]