14432

04/22/2025 নওগাঁয় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

১৮ জুন ২০২৩ ০৩:১২

নওগাঁয় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে পত্নীতলা ও পোরশা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তারা মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন-পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫), মোতাহার হোসেন (৩৫), দিবর ইউনিয়নের ছোটমহারন্ছদী গ্রামের মাসুদ রানা (১৯) ও পোরশা উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে আজিজুল হক (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, নিহত খাদেমুল ইসলাম ও মোতাহার হোসেন বিকেলে একটি আমবাগানে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে তারা মারা যান। অপরদিকে মাসুদ রানা আমবাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।

পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, নিহত আজিজুল হক বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যান। এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]