14433

03/16/2025 আসামের ১১ জেলায় ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার

আসামের ১১ জেলায় ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার

রাজ টাইমস ডেস্ক :

১৮ জুন ২০২৩ ০৩:১৭

গত কয়েক দিন ধরে প্রবল বর্ষণের কারণে আসামে এই বছর প্রথমবারের মতো বন্যা দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টিপাতে ভারতের এ রাজ্যের ১১টি জেলাজুড়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে ৩৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক বন্যা প্রতিবেদন অনুসারে ব্রহ্মপুত্রসহ বেশিরভাগ নদীর বিভিন্ন স্থানে পানির স্তর বাড়ছে। তবে কোনোটিরই পানি বিপদ চিহ্নের ওপরে প্রবাহিত হচ্ছে না।

তবে আশঙ্কা করা হচ্ছে, রাজ্যটির মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ ও আরও কয়েকটি নদ-নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

ইতোমধ্যে আসামের বিশ্বনাথ, দরং, ধেমাজি, লিখমপুর, ডিব্রুগড়, তামুলপুরসহ ১১টি জেলা বন্যা কবলিত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

রাজ্য প্রশাসন জানিয়েছে, বন্যার কারণে এসব জেলার ৩৪ হাজার ১৮৯ জন বাসিন্দা ক্ষতির মুখে পড়েছেন, তাদের মধ্যে ১৪ হাজার ৬৭৫ জন নারী ও ৩ হাজার ৭৮৭ জন শিশু।

বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে লখিপুরের পরিস্থিতি সবচেয়ে নাজুক। বন্যায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষই ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এই জেলাটির বাসিন্দা। এখানে বন্যা কবলিত মানুষের সংখ্যা ২৩ হাজার ৫১৬ জন।

পরিস্থিতি মোকাবেলায় যে ১১টি ত্রাণশিবির খোলা হয়েছে তার ৮টি লখিমপুর জেলায়। উদালগুড়িতে আরও ২টি ত্রাণশিবির খোলা হয়েছে।

আসামের দুর্যোগ মোকাবেলা বাহিনী জানিয়েছে, ৭৭টি গ্রামের ২১০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। দিমা হাসাও ও কামরূপ জেলায় প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে।

সূত্র : এনডিটিভি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]