14449

03/15/2025 জাবিতে প্রক্সি দিতে এসে রাবি শিক্ষার্থী আটক

জাবিতে প্রক্সি দিতে এসে রাবি শিক্ষার্থী আটক

রাজ টাইমস ডেস্ক :

১৯ জুন ২০২৩ ২৩:০২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নাজমুল হক নামের এক শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসে সোহেল রানা (২৮) নামের এক যুবক আটক হয়েছেন।

সোমবার (১৯ জুন) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে জাবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, পরীক্ষা চলাকালে সন্দেহজনক মনে হওয়ায় মা-বাবার নাম জিজ্ঞাসা করেন কক্ষে দায়িত্বরত শিক্ষকরা। এসময় তিনি সঠিকভাবে তার মা-বাবার নাম বলতে পারেননি।

এছাড়া প্রবেশপত্রের ছবির সাথেও তার মিল পাওয়া যায়নি। এতে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেন শিক্ষকেরা। পরবর্তীতে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সোহেল রানা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী হিসেবে দাবি করেন। তার বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। তার পিতার নাম সোহাগ আলি ও মাতার নাম আমেনা বেগম। তিনি ৩০ হাজার টাকার বিনিময়ে এ পরীক্ষা দিতে এসেছিলেন বলে স্বীকার করেছেন।

সোহেল রানা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছি। এর আগে কখনও প্রক্সি দেইনি। এলাকার স্থানীয় বড়ভাই ইমরান ইমনের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে এখানে এসেছি। শুনেছি ইমরান ইমন নাজমুল হকের ফুফাতো ভাই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেছেন। ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছি। তাঁরা অপরাধের মাত্রা বিবেচনা করে অভিযুক্তকে শাস্তি দিবেন।’

তিনি আরও জানান, এর আগেও অভিযুক্ত সোহেল রবিবার অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় প্রক্সি দেয়ার কথা স্বীকার করেছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটিকে জানিয়ে ‘সি’ ইউনিটের সেই উত্তরপত্রটা বাতিল করা হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]